আমাদের মূল মিশন ও ভিশন

আমাদের মূল মিশন ও ভিশন

* স্যাটেলাইট সিটি : দেশ এর প্রথম স্যাটেলাইট সিটি হতে যাচ্ছে পূর্বাচল। এরই ধারাবাহিকতায় এর সকল কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক নগরী গড়তে সরকার এর পাশাপাশি বেসরকারি সকল প্রতিষ্ঠান গুলো ও একসাথে কাজ করে যাচ্ছে।

* নিরাপত্তা ব্যবস্থা : সমগ্র পূর্বাচল ঘিরে থাকবে ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা।ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে সকল স্থানকে নিরাপত্তার আওতায় রাখা হবে।শুধু তাই নয় – “বসতবাড়ি পূর্বাচল ডেভেলপমেন্ট লিমিটেড” এর থাকবে নিজস্ব সিকিউরিটি গার্ড যারা আপনার এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে থাকবে।

* গুরুত্বপূর্ণ স্থাপনা : ফ্লাট-বাড়ি ছাড়াও এইখানে থাকবে সরকারি-বেসরকারি নানা স্থাপনা যার মধ্যে উল্লেখযোগ্য-প্রধানমন্ত্রীর কার্যালয় – সচিবালয় – রাজউক অফিস, বিদেশী দূতাবাস, বিশ্ব ব্যাঙ্ক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সহ অন্যান্য আন্তর্জাতিক স্থাপনা।

* শিক্ষা প্রতিষ্ঠান : দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হবে এই পূর্বাচলে। এছাড়াও নর্থ-সাউথ ইউনিভার্সিটি এর দ্বিতীয় ক্যাম্পাস ২৫০ বিঘা জমির উপর গড়ে উঠবে এই পূর্বাচলকে ঘিরেই। এছাড়া অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি এর ক্যাম্পাস গুলোও এই পূর্বাচলে তাদের শাখা গুলো স্থাপন করবে। তাছাড়া পূর্বাচল এর প্রতিটি এলাকা জুড়েই থাকছে বিভিন্ন স্কুল-কলেজ-ও মাদ্রাসা।

* বিনোদন : বিনোদনের জন্য পূর্বাচলে সংরক্ষিত আছে আধুনিক থ্রিডি-থিয়েটার, নোভোথিয়েটার, মিউজিয়াম, সিনেপ্লেক্স, শপিং মল, ওয়াটার ওয়ার্ল্ড, ফ্যান্টাসি ওয়ার্ল্ড ও থাকছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। এছাড়াও এইখানে থাকবে ১০০ একর জমির উপর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ১৪২ তলা সুউচ্চ ভবন (আইকনিক টাওয়ার)। যেখানে থাকবে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার ও এক্জিবিশন সেন্টার অভিজাত হোটেল, এপার্টমেন্ট, শপিং সেন্টার ইত্যাদি।

* ট্রাফিক ও যোগাযোগ ব্যবস্থা : যানজট নিরসনে পূর্বাচলে থাকবে অটো সিগন্যাল পদ্ধতি ,বাংলাদেশ এর সর্ববৃহৎ ও পরিকল্পিত আবাসিক এলাকার জন্য থাকছে ফোর লেনের (১৮০-৩০০) ফিট প্রশস্থ রাস্তা। এছাড়া এয়ারপোর্ট হতে কাঞ্চন ব্রিজের পশ্চিম পাড় পর্যন্ত তৈরী হতে যাচ্ছে ২৬ কি. মি. দীর্ঘ পাতাল রেল – যা যোগাযোগে বিশ্বের সর্বোত্তম মাধ্যম।

* চিকিৎসা সেবা : উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করণের জন্য গঠিত হবে স্বাস্থ্য সেবা প্রকল্প। অ্যাপোলো, স্কোয়ার হাসপাতাল এর দ্বিতীয় শাখা এই পূর্বাচল কে ঘিরেই গড়ে উঠবে। তাই আপনার উন্নত চিকিৎসার জন্য আপনাকে দেশের বাইরে যেতে হবে না।

* পাওয়ার প্লান্ট : আমাদের থাকবে নিজস্ব অত্যাধুনিক “পাওয়ার প্লান্ট”। যা আমাদের সকল গ্রাহকদের নির্বিচ্ছিন্নভাৱে বিদ্যুৎ সেবা দিয়ে যাবে। উন্নত বিশ্বের আবাসিক নগরীর মত নিজস্ব “পাওয়ার প্লান্ট” থাকায় এটি আপনাদের জীবন মানকে অনেক বেশি গতিশীল এবং সহজলোভ্য করে তুলবে। তাই “বসতবাড়ি পূর্বাচল ডেভেলপমেন্ট লিমিটেড”  হতে পারে আপনার ভবিষ্যতের একমাত্র ঠিকানা।

* কিস্তি সুবিধা : আমাদের রয়েছে ১২-৭২ মাসের কিস্তি সুবিধা যার মাধ্যমে আপনি একটি নূন্যতম বুকিং মানি জমা দিয়ে আপনি আপনার প্লটটির মাসিক কিস্তি চালাতে পারবেন। শুধু তাই নয়, এককালীন মূল্য পরিশোধের ক্ষেত্রে সম্পুর্ন্ন টাকা পরিশোধ করার পর কোম্পানি ৭দিনের মধ্যে আপনাকে আপনার প্লটটি বুঝিয়ে দিবে। এক্ষেত্রে রেজিস্ট্রেশন এর ফি ক্রেতাকে বহন করতে হবে।

* সাইটে যাওয়ার সুবিধা : কোম্পানির নিজস্ব গাড়িতে আমরা গ্রাহকদের আমাদের প্রজেক্ট পরিদর্শন করিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের গ্রাহকদের যাতায়াতের কোন কষ্ট হবে না।

উপরে বিবৃত সকল সুযোগ-সুবিধা “বসতবাড়ি পূর্বাচল ডেভেলপমেন্ট লিমিটেড” সকল জনগণ ভোগ করে থাকবেন। আপনার স্বপ্নকে বাস্তবে রূপদান করার জন্যে আমরা দিচ্ছে শতভাগ নিশ্চয়তা। তাই দেরি না করে শীগ্রই বুকিং দিন আপনার স্বপ্নের প্লটটি।

প্রজেক্টের ধরণসমূহ

ডুপ্লেক্স জোন

কমার্শিয়াল জোন